গাইবান্ধা হলো বাংলাদেশের অন্যতম জেলাগুলোর মধ্যে একটি।

 

ইতিহাস[সম্পাদনা]

কথিত আছে আজ থেকে প্রায় ৫২০০ বছর আগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় বিরাট রাজার রাজধানী ছিল। বিরাট রাজার প্রায় ৬০ (ষাট) হাজার গাভী ছিল। সেই গাভী বাধার স্থান হিসাবে গাইবান্ধা নামটি এসেছে বলে কিংবদন্তী রয়েছে। ১৯৮৪ ইং সালের ১৫ অগাস্ট বুধবার ২রা ফাল্গুন ১৩৯০ বাংলা ১২ ই জমাদিউল আউয়াল ১৪০৪ হিজরী সনে গাইবান্ধা জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়।[২]

ভৌগোলিক সীমানা[সম্পাদনা]

গাইবান্ধা জেলার উত্তরে কুড়িগ্রাম ও রংপুর জেলা, দক্ষিণে বগুড়া ও জয়পুরহাট জেলা, পূর্বে জামালপুর জেলাতিস্তা ও যমুনা নদী এবং পশ্চিমে রংপুরদিনাজপুর ও জয়পুরহাট জেলা অবস্থিত।


আরও জানতে নিচের click here ক্লিক করুন। 





Comments